বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ফেনীতে আ.লীগের আলোচনা সভা
- Updated Jan 11 2024
- / 614 Read
স্টাফ রিপোর্টার;
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। গতকাল বিকেলে ফেনী পৌরসভার প্রাঙ্গণ থেকে নেতাকর্মীরা একটি মিছিল বের করে শহরের পুরাতন কারাগার সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট হাফেজ আহমেদ।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক একে শহীদ উল্লাহ খোন্দকার'র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার আলী হায়দার, অ্যাডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল করিম ও অ্যাডভোকেট নুর হোসেন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহজান সাজু, ফেনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুর করিম জাবেদ। সভায় এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সভাপতি ও দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা সেচ্ছ্বাসেবক লীগের আহ্বায়ক শম্ভু বৈষ্ণব, পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া ও জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Share News
-
সর্বশেষ সংবাদ
-
সর্বাধিক পঠিত